বাদুড়ের মধ্যে মিলল এবার করোনা ভাইরাস

এইচ এন ডেস্ক, ১৫ এপ্রিল: আশঙ্কা ছিল। তা যেন সত্য হল। এই সি এম আর এর রিপোর্টে তাই বলছে।
গত ১৩ এপ্রিল প্রকাশিত একটি গবেষণাপত্রে গবেষকরা বলেছেন, “ভারতে প্রায় ১১৭টি প্রজাতির বাদুড় রয়েছে। তবে বাদুড়ে করোনাভাইরাস রয়েছে কিনা তা জানার জন্য ২০১৮-১৯ সালে সংগৃহীত মেডিয়াস ও রাউসটাস প্রজাতির বাদুড়ের লালারস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা চালান তাঁরা।

সেই পরীক্ষায় বাদুড়ের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। ভারতের কেরল, হিমাচল, তামিলনাড়ু ও পুদুচেরি- এই ৪ জায়গায় বাদুড়ের উপর পরীক্ষা চালিয়ে রিপোর্ট পজেটিভ আসে।” আর এই রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে।
গবেষকরা জামান, দেশের ৪ রাজ্যে দুটি প্রজাতির বাদুড়ের মধ্যে করোনভাইরাস (সিওভি)-এর হদিশ পাওয়া গেছে।
উল্লেখ, বাদুড়কে বহু ভাইরাসের বাহক হিসেবে ধরে আসা হচ্ছে। যেমন নিপা, হেন্দ্র, ইবোলা ছাড়াও আরও অনেক ভাইরাস বাদুড় দ্বারা সংক্রামিত হয়েছে।কয়েক বছর আগে কেরলে নিপা ভাইরাস সংক্রমিত হয়েছিল। যাক কারণ ছিল টেরোপাস মেডিয়াস বাদুড়। আর তা থেকেই অনেকে আশঙ্কা করতে শুরু করেন যে করোনাভাইরাসের সঙ্গেও বাদুড়ের যোগসূত্র থাকতে পারে। তার পরেই আরও গভীরে গবেষণা। আই সি এম আর এবার জানালো চাঞ্চল্যকর রিপোর্ট। তবে, সবচেয়ে বড় আসার কথা, সাবধানতা অবলম্বন। মুক্তি দিতে পারে।