বাড়ি ফেরা হল না পরিযায়ী শ্রমিকদের

এইচ.এন.ডেস্ক, ১৬ মে: ফের দুর্ঘটনায় ২৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা রয়েছে।
লকডাউনের জন্য বিভিন্ন স্থানে আটকে থাকা শ্রমিকরা কেউ হেঁটে, কেউ সাইকেলে, কেউ অবৈধভাবে ট্রাকে লুকিয়ে বাড়ি ফিরছে। এভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে এর আগে দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি হয়েছে উত্তরপ্রদেশের আউরাইয়া এলাকায়। দুর্ঘটনায় অন্তত ২৩ জন পরিযায়ী শ্রমিকের৷ এছাড়া আহত হয়েছে প্রায় ২০ জন৷ তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ মৃতরা বেশির ভাগ পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা৷ শ্রমিকরা রাজস্থান থেকে ফিরছিলেন৷
এর আগে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার পথে তিনটি দুর্ঘটনায় ৬, ৮ ও ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।