Home রাজ্য বাড়ি ছেড়ে পালালেন ভুবন বাদ্যকার, শুনলে অবাক হবেন

বাড়ি ছেড়ে পালালেন ভুবন বাদ্যকার, শুনলে অবাক হবেন

এইচ. এন. ডেস্ক: সবার নিশ্চয়ই মনে আছে সেই ভুবন বাদ্যকরের কথা। তিনি কাঁচা বাদাম গানের জন্য বিখ্যাত হয়েছিলেন। সেই ভুবন বাদ্যকারকে নিজের বাড়ি ছেড়ে পালাতে হল।
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে ভুবন বাদ্যকরের বাড়ি | থাকতেন নড়বড়ে কাঁচা ঘরে। কাঁচা বাদাম গানে হিট হওয়ার পর বেশকিছু টাকা রোজগার করেন| গড়ে তোলেন পাকা বাড়ি| একটি চার চাকার গাড়িও কেনেন। তবে কয়েক মাস আগে সেই বাড়ি ছেড়ে পালাতে হয় ভুবন ও তাঁর পরিবারের সদস্যদের। এখন ভাড়া বাড়িতে থাকছেন।
সূত্রের খবর, পরিচিতি পাওয়ার পর থেকেই ভুবনের বাড়িতে চাঁদার জুলুম শুরু হয়। চাঁদাজুলুম এমন পর্যায়ে পৌঁছয় যে তাকে গ্রাম ছেড়েই চলে যেতে হয়। তবে কতদিন এভাবে ভাড়াবাড়িতে থাকতে পারবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন।