বাড়ির মধ্যে চিতাবাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত এলাকাবাসী

রাজগঞ্জ, ২৪ এপ্রিল: গত কয়েকদিন থেকে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে লোকালয়ে চিতাবাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক আরও বেড়ে যায়। বাড়ির মধ্যেও চিতাবাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে কিছুটা দূরে তেলিপাড়া গ্রামে চিতাবাঘ দেখা গিয়েছে। রাতে চিতাবাঘটি পিপলি পাড়ার দিকে চলে যায়। স্থানীয় বাসিন্দা টিংকু দেব অধিকারী বলেন, আমাদের বাড়িতে বাঘের পায়ের ছাপ রয়েছে। এছাড়া পাশের চাষের জমি ও চা বাগানে বাঘের পায়ের ছাপ দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত সহ বনকর্মীরা। তবে তল্লাশি চালিয়ে চিতাবাঘের সন্ধান পায়নি।


রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, এখন চিতাবাঘের প্রজননের মরশুম। তাই চিতাবাঘের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পায়ের ছাপ দেখে মনে হচ্ছে চিতাবাঘের পায়ের ছাপ। তবে এলাকায় তল্লাশি চালিয়ে চিতাবাঘের সন্ধান পাওয়া যায়নি। এলাকায় বাঘ ধরার খাঁচা পাতা হয়েছে।