বাড়ির পুরনো সাইকেল নিয়ে খারদুংলা ঘুরে এলেন আনিস আকতার

রাজগঞ্জ, ৪ সেপ্টেম্বরঃ বাড়ির পুরনো সাইকেল নিয়ে খারদুংলা পাশ ঘুরে এলেন রাজগঞ্জের কলেজ পড়ুয়া আনিস আকতার । মানালি থেকে প্রায় ৫০০ কিলোমিটার সাইকেল চালিয়ে লাদাখের খারদুংলা পৌঁছান রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বাদলাগছের যুবক আনিস । শরীর ফিট রাখতে সাইকেল চালানোর বার্তা দিতে তার এই ভ্রমণ বলে জানিয়েছেন।
শিলিগুড়ি কলেজের বিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র আনিস ছোটবেলা থেকে সাইকেল চালাতে ভালবাসেন । তার এই অল্প জীবনে সাইকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন । গত ২৮ জুলাই সাধারণ সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পরেন । কলকাতার তার এক বন্ধু অভিক চট্টোপাধায়কে সঙ্গে নিয়ে মানালি পৌঁছান । সেখান থেকে ৭ আগস্ট থেকে ১৪ দিন সাইকেল চালিয়ে ৫০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে খারদুংলা পৌঁছান । দুই দিন সেখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর শনিবার বাড়ি ফিরে আসেন । জাহিরুল ইসলামের ছেলে আনিস বলেন, সাইকেলে ভ্রমণের মজাই আলাদা । আর ভ্রমণের স্থান যদি খারদুংলার মতো প্রাকৃতিক দৃশ্যের হয় তো কথাই নেই ।