রাজগঞ্জ, ১৩ এপ্রিল: বাইক দুর্ঘটনায় দুর্ঘটনায় একটি হাত দুই টুকরো হয়ে গেল এক মহিলার। সোমবার দুপুরে দুর্ঘটনাটি হয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পানিকৌরি এলাকায়।
আহত হয়েছেন বাইক চালকও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাটিগাড়ার এক ব্যক্তি বাইকে তার বউকে নিয়ে জলপাইগুড়িতে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। ওই সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মহিলার বাঁ হাত কেটে দু টুকরো হয়ে যায়। ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। দুই জনকে চিকিৎসার জন্য শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।