শিলিগুড়ি, ২২ নভেম্বর: শুক্রবার প্রায় ১৫০ টি বাইক ধরে। ভক্তিনগর থানার ট্রাফিক গার্ড এদিন বিকেলে অভিযান চালায় দুই মাইল এলাকায়। সেখানে বাইক ছাড়াও বেশ কিছু স্কুল বাস এবং বুলেট ধরা হয়।বেশিরভাগই অভিযোগ মডিফাই সাইলেন্সার লাগিয়ে বিকট আওয়াজ করে বাইক চালাচ্ছিল। এদিন বিশেষ অভিযানে ট্রাফিক পুলিশ ওই সমস্ত বাইক থেকে সাইলেন্সার পাইপ খুলে দেয় এবং সতর্ক করে দেয়।কিছু ক্ষেত্রে জরিমানা করা হয়েছে। এমন অভিযান নিয়মিত চলবে। শব্দ দূষণ নিয়ে নানা অভিযোগ রয়েছে শহরে। প্রচুর বাইকে এমন সাইলেন্সার পাইপ লাগানো হয়েছে। মডিফাই সাইলেন্সার পাইপ নিয়ে শিলিগুড়ি শহর জুড়ে এরপর অভিযান চলবে বলে জানানো হয়েছে।