Home রাজ্য বাংলায় আরও দুইজনের শরীরে মিলল করোনার ভাইরাস

বাংলায় আরও দুইজনের শরীরে মিলল করোনার ভাইরাস

কলকাতা, ২৮ মার্চ: শনিবার আরও দু’‌জনের শরীরে মিলল করোনার হদিশ। নতুন করে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে একজন ৭৬ বছরের বৃদ্ধা, আর একজন ৫৬ বছরের প্রৌঢ়া। সূত্রের খবরে জানা গিয়েছে, দু’‌জনেই হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন। গতকালই একই পরিবারের পাঁচ জনের করোনা পজিটিভ ধরা পড়েছিল। তারপর এদিন আরও দু’‌জনের ধরা পড়ায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। নতুন করে আক্রান্ত দুজনেই পিয়ারলেসে ভর্তি থাকা ওই বৃদ্ধের আত্মীয় বলে জানা গিয়েছে। এগরার বিয়েবাড়িতে এরাও উপস্থিত ছিলেন। সেখান থেকেই সংক্রমণ ছড়ায় এদের দুজনের দেহেও। এদিকে এরপরও সজাগ না একাংশ জনতা। তাই প্রশাসনের পক্ষ থেকে ফের বার্তা ঘরে থাকার।

আসছে বিস্তারিত…