Home রাজ্য উত্তরবঙ্গ বাংলাদেশে পাচারের পথে নদীর জলে আটকে মারা গেল ১৬ টি গোরু

বাংলাদেশে পাচারের পথে নদীর জলে আটকে মারা গেল ১৬ টি গোরু

রাজগঞ্জ, ২০ আগস্ট: সারারাত নদীর জলে আটকে থাকায় মারা গেল ১৬ টি গোরু। গোরুগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নদীতে ছেড়ে দেওয়া হয়েছিল বলে এলাকার মানুষের সন্দেহ। শুক্রবার রাজগঞ্জের খুদিভিটা এলাকার ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্ভবত গোরুগুলি দড়ি দিয়ে বেঁধে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সাহু নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সাহু সেতুর খুঁটিতে ওই দড়ি আটকে যাওয়ায় গোরুগুলি যেতে পারেনি। সারারাত জলের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে গোরুগুলি মারা যায়।
এলাকার পঞ্চায়েত সদস্য হযরত মহম্মদ বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে গোরুগুলি সেতুর নিচে আটকে ছিল। আজ সেখানে গোরুগুলিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে দুই দিন একই জায়গায় গোরুগুলি জলের মধ্যে দাঁড়িয়ে থাকলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।