Home Top News বাংলাদেশকে ২০ টি রেল ইঞ্জিন দেবে ভারত, কৃতজ্ঞতা রেল মন্ত্রীর

বাংলাদেশকে ২০ টি রেল ইঞ্জিন দেবে ভারত, কৃতজ্ঞতা রেল মন্ত্রীর

ভারত-বাংলা: বাংলাদেশকে ২০টি রেল ইঞ্জিন উপহার দিচ্ছে ভারত। প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের ২০টি ব্রডগেজ ইঞ্জিন ঢাকাকে দেবে দিল্লি। এতে কিছুটা হলেও সংকট কাটবে বাংলাদেশের।
প্রতিদিন ৩৬৬টি যাত্রীবাহী আর ৫০টি পণ্যবাহী ট্রেন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে। বিশাল এই কর্মযজ্ঞের জন্য রয়েছে মাত্র ২৬৩টি ইঞ্জিন।
যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এসব ইঞ্জিনের ৬৫ শতাংশই মেয়াদোত্তীর্ণ। ইঞ্জিন সংকটের কারণে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। নতুন ইঞ্জিন কেনার কয়েকটি প্রকল্প আছে রেলওয়ের। এ অবস্থায় বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারত। সম্প্রতি তাদের কেনা ২০টি ব্রডগেজ ইঞ্জিন বাংলাদেশকে উপহার দেবে ভারত।

বাংলাদেশ ইতিমধ্যে ইঞ্জিনের কারিগরি পরীক্ষা সম্পন্ন করেছে বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, “আরও ২০টি আমাদের ব্রডগেজ দিচ্ছে ভারত, হস্তাস্তর প্রক্রিয়ার মধ্যে আছে। ২০১৭ বা ১৮ সালের দিকে এগুলো তৈরি করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই বাংলাদেশ আসবে উপহারের ইঞ্জিন। ফলে কিছুটা হলেও গতি ফিরবে ট্রেনের চাকায়।” এর আগেও ২০২১ সালে বাংলাদেশকে ১০টি মিটারগেজ ইঞ্জিন উপহার দিয়েছিল ভারত। বার বার ভারত এভাবে বন্ধুত্বের হাত বাড়ায়। এজন্য কৃতজ্ঞতা জানান রেলমন্ত্রী।