এইচ.এন. ডেস্ক: করোনা ভাইরাস বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বে। এই ভাইরাস যেন কোন মতেই বাগে আনা যাচ্ছে না। অতিমারী মোকাবিলায় বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী দিয়ে সাহায্য করেছে ভারত। তেমনই বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, বাংলাদেশকে ১ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ও ৫০ হাজার সার্জিকাল গ্লাভস দিয়েছে ভারত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের হাতে ওই হাইড্রক্সিক্লোরোকুইন ও সার্জিকাল গ্লাভস তুলে দেন ভারতের হাইকমিশনার রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাস। ভারতের এই সাহায্য সাদরে গ্রহণ করেছে বাংলাদেশ।