বাংলাদেশকে ১৫০ টি অ্যাম্বুলেন্স দেবে ভারত

এইচ.এন. ডেক্স, ১২ মার্চ: বাংলাদেশকে ১৫০ টি অ্যাম্বুলেন্স দেবে ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের পক্ষ থেকে উপহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে এই উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
আগামী ১৭ মার্চ মুজিববর্ষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়। তবে মোদিজি ওই অনুষ্ঠানে না গেলেও বাংলাদেশকে ১৫০ টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।