চোপড়া, ১৪ এপ্রিল: করোনার জেরে এবার বসল না ঐতিহাসিক হুসেন দিঘির মেলা। চা বাগান , সীমান্তে কাটাতারের বেড়া , ওপারে বয়ে চলেছে করতােয়া নদী। আর এখানেই নীরবে শুয়ে আছে সুলতানি আমলের নিদর্শন হুসেন দিঘি। এই দিঘি ঘিরে রয়েছে বহু মিথ , লোককথা , প্রবাদ প্রবচন ও গল্পসল্প।চোপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তের বাবুগছ এলাকায় এই ঐতিহাসিক হুসেন দিঘি আবিষ্কৃত হয়।প্রায় চার একর জমির উপর এইদিঘি , গভীরতা স্থানীয়দের কাছে অজানা। প্রতি বছর ১লা বৈশাখে দিঘির পাড়ে জমজমাট মেলা বসত। দিঘিকে ঘিরে ধর্মীয় আচার আচরণ , মনকামনা পুরনের জন্য মানত করা চলতাে যথারীতি। সুলতানি আমল থেকে শুরু হওয়া হুসেন দিঘির মেলা। এই প্রথম বার বসলো না মেলা। করোনা ভাইরাসের জন্য বিপর্যস্ত বিশ্ব। ভারতেও চলছে লকডাউন। তাই ভিড় এড়াতে বন্ধ রাখা হয়েছে মেলা।