শিলিগুড়ি, ৭ মার্চ: করোনার আতঙ্ক। এর মধ্যেই বিশ্বভারতীতে বন্ধ করে দেওয়া হল বসন্ত উৎসব। একইভাবে শান্তিনিকেতনে হচ্ছে না বসন্ত উৎসব। করোনা ভাইরাসের আতঙ্কে বন্ধ হয়েগেল ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। এদিকে এবারের মতো বসন্ত উৎসব হচ্ছেনা শিলিগুড়ি কলেজেও। আজ শনিবার প্রাক বসন্ত উৎসব পালনের কথা ছিল। এখানে বড় আয়োজন করা হয়। মহিলা কলেজ, সূর্য সেন কলেজেও বসন্ত উৎসব পালন হয়ে আসছে। জানা গেছে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে রাখলেও এবার কলেজগুলোতে বসন্ত উৎসব হচ্ছে না। শিলিগুড়ি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জী বলেন, আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে বন্ধ করতে হয় উৎসব। করোনার পরিস্থিতিতে আবির খেলাতে মানুষের সংস্পর্শে আসতে হয়। তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নির্দেশ আসে। আমরাও সেই নির্দেশ পালন করে বসন্ত উৎসব করছি না।