বন্ধ চা বাগান, অসহায় প্রায় ১০০ শ্রমিক

রাজগঞ্জ, ১৪ অগাস্টঃ শ্রমিক-মালিক দ্বন্দ্বে বন্ধ হয়ে গেল রাজগঞ্জের বরুয়াপাড়া টি এস্টেট । শনিবার শ্রমিকরা বাগানে গিয়ে দেখেন সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ দিয়েছেন বাগান কর্তৃপক্ষ । ফলে দিশেহারা হয়ে পড়েন ওই বাগানের প্রায় একশো শ্রমিক ।
রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের বরুয়াপাড়া চা বাগানে প্রায় একশো শ্রমিক কাজ করেন। ওই বাগানে তৃণমূলের শ্রমিক সংগঠন রয়েছে । শুক্রবার পাতা তোলা নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়। তারপর মালিক পক্ষ সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ দিয়ে বাগান বন্ধ করে দেন ।
ওই চা বাগানের শ্রমিক নেতা মোশারফ হোসেন বলেন, মালিক পক্ষ শ্রমিকদের মেশিন দিয়ে পাতা তুলতে বলেন । শ্রমিকরা হাতে পাতা তোলার পর প্রয়োজন হলে ছুটির দিনেও পাতা তুলতে রাজি। তাই মেশিন দিয়ে পাতা রাজি হয়না । কিন্তু কর্তৃপক্ষ মেশিন দিয়ে পাতা তোলাতে অনড় থাকেন । বিষয়টি নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে এবং শ্রমিকদের দ্বিসাপ্তাহিক মজুরির টাকা না দিয়ে কর্তৃপক্ষ বাগান বন্ধ করে চলে যায় । খুব শিঘ্রই যাতে বাগান চালু করা হয় সেব্যাপারে জেলা শ্রম দপ্তরে আবেদন করা হবে ওই শ্রমিক নেতা জানিয়েছেন ।
যদিও বাগান মালিক সানি গোয়েল বলেন, শ্রমিকদের দাবি মেনেই কাজের মাঝখানে এক ঘন্টা খাবার ছুটি এবং কাজের সময়ও কিছুটা কম করা হয়েছে । অনেক বছর থেকে হাতে পাতা তোলার পাশাপাশি মেশিন দিয়ে পাতা তোলা হলেও শ্রমিকরা এদিন মেশিন দিয়ে পাতা তুলতে নারাজ । সঠিক সময়ের মধ্যে পাতা তোলা না হলে অনেক ক্ষতি হবে । কিন্তু শ্রমিকরা রাজি না হওয়ায় বাধ্য হয়ে বাগান বন্ধ করতে হয় । বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার বৈঠক ডেকেছেন চা বাগান মালিক সংগঠন।