Home Top News বধূর মৃত্যু, ঠিকমতো ডাক্তার দেখায়নি বলে অভিযোগ

বধূর মৃত্যু, ঠিকমতো ডাক্তার দেখায়নি বলে অভিযোগ

হবিবপুর, ৫ মার্চ: বেশ কিছুদিন ধরেই অসুস্থ অবস্থায় ছিলেন ওই গৃহবধূ বাসন্তী বাস্কে (২৬)। হঠাৎই শনিবার প্রায় সন্ধ্যা ছটা নাগাত তার মৃত্যু হয়। সেই খবর পেতেই ওই গৃহবধুর বাপের বাড়ির লোকেরা ছুটে আসে হবিবপুর থানার পীরগাছি এলাকায়। অস্বাভাবিক মৃত্যু হয় গৃহবধুর। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের পীরগাছি এলাকায়, জানা গিয়েছে
ওই গৃহবধূ পরিবারের তরফে অভিযোগ বেশ কিছুদিন ধরেই মানসিক ভাবে ভুগছিল এছাড়াও বাপের বাড়ির লোকের আরো অভিযোগ সেভাবে চিকিৎসা করানো হতো না বলে দাবি তাদের বাপের বাড়িও যেতে দেওয়া হতো না বলে অভিযোগ।
চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে এমনটাই দাবি জানিয়ে হবিবপুর থানায় স্বামী সুনীল হাসদা ও তার শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করবে বলে জানিয়েছে গৃহবধূ পরিবারের লোকেরা আজ হবিবপুর থানার পুলিশের তরফে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে বাসন্তী বাস্কে (২৬)স্বামী, সুনীল হাসদা,বৈদ্যপুর অঞ্চলে জগজীবন পুর এলাকার পীরগাছি এলাকায়, অভিযোগে পেলে তদন্ত শুরু করা হছে।
বধুর বাবার বাড়ির লোকেদের অভিযোগে তদন্ত শুরু করছে পুলিশ। তবে এই ঘটনায় একদিকে ক্ষোভ ও ছড়িয়েছে। এভাবে চিকিৎসার অভাবে মৃত্যু মেনে নিতে পারছে না অনেকে। সময় মত হাসপাতালে নিয়ে যেতে পারত। সরকারি হাসপাতালে বিনে পয়সায় চিকিৎসা হয়। তাছাড়া বিভিন্ন সংস্থা রয়েছে এনজিও রয়েছে তাদেরকেও জানানো যেতে পারতো। তাই এ নিয়ে উপযুক্ত তদন্ত এবং শাস্তির দাবি করা হয়েছে।