ঢাকা, ৭ এপ্রিল: বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত পলাতক আসামির একজন গ্রেপ্তার। মঙ্গলবার ভোর আনুমানিক ৩ ঘটিকায় বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি ঢাকার মীরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ইতোমধ্যেই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানাগেছে, করোনার কারনে সম্প্রতি সে গোপনে ভারত থেকে লুকিয়ে দেশে এসেছে বলে জানা গেছে।
বিবিসি বাংলার খবরে জানাগেছে, শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ৬ জনের মধ্যে একজনকে মঙ্গলবার ভোর রাতে রাজধানীর মীরপুর থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তিনি সেখানে কীভাবে আসলেন? এতো দিন কোথায় ছিলেন? তা পুরোপুরি না জানলেও ধৃত মাজেদ ভারতের কলকাতা ছিল বলে বিবিসি বাংলাকে এ কথা বলেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন।
খবর সূত্র: বিবিসি বাংলা।