Home Top News ফেসবুক ব্যবহার করলে সাবধান হন এখনই, টাকা চাইছে নকল লোকে

ফেসবুক ব্যবহার করলে সাবধান হন এখনই, টাকা চাইছে নকল লোকে

শিলিগুড়ি, ১৬ মে: ফেসবুক ব্যবহারকারীরা সাবধান। চারদিকে জাল বিছিয়ে নিয়েছে সাইবারক্রাইমের প্রতারকরা। এই চোর চক্র আপনার প্রফাইলে হানা দিতে পারে। একদিকে প্রোফাইল হ্যাক করে নেওয়া। অন্যদিকে আপনার ছবি এবং বিস্তারিত ব্যবহার করে একই ধরনের একটি ফেক বা নকল প্রোফাইল বানিয়ে নেবে।
সেই ফেক অ্যাকাউন্ট খুলে প্রোফাইল ছবি দিয়ে এরপর বিভিন্ন জনের সাথে বন্ধু পাতায়। আপনার পরিচিতদের সঙ্গে বন্ধুকে ম্যাসেঞ্জারে তাদেরকে বার্তা দেবে। নানা সমস্যা কথা বলে টাকা চাইবে। গুগোল পে,ভফোন পে সহ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে অতি জরুরী প্রয়োজনে কথা বলে টাকা চাইবে। এভাবে আপনি পরিচিত ভেবে সহানুভূতি দেখাতে গিয়ে টাকা ধার দিতে গেলেই পড়বেন বিপদে। সমস্ত টাকা চলে যাবে চোরচক্রর একাউন্টে। এরপর আর সেই প্রোফাইলটি পাওয়া যাবে না।বএভাবে শত শত মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে।
আপনার অজান্তেই বহুজনের কাছ থেকে আপনার নামে ফেক প্রোফাইল টাকা চেয়ে নিয়েছে।শিলিগুড়িতে বহু জন ইতিমধ্যে এই প্রতারণা চক্রের শিকার হয়েছে। আপনার অজান্তেই আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে নিয়েছেন। সেই টাকার বিষয়টি সামনে আসতেই চলে আসছে ফেক প্রোফাইলের বিষয়টি। শুরু হচ্ছে শোরগোল। ততোক্ষনে আপনার টাকা হাপিস।
শিলিগুড়ির পুলিশ কমিশনার থেকে শালুগাড়া রেঞ্জার সঞ্জয় দত্ত এমনকি সাধারণ মানুষ এভাবে ফেক প্রোফাইলের শিকার হয়েছেন। তাই আপনি সাবধান হন। আপনি পরীক্ষা করে নিন আপনার নামে কোন ফেক প্রোফাইল রয়েছে কিনা। পাশাপাশি কেউ প্রোফাইলে টাকা চাইছে কিনা। সেটাও দেখুন। সবার আগে সতর্ক থাকতে হবে ফেসবুকের মেসেঞ্জারে কেউ টাকা চাইলে দেবেন না। বিষয়টি আগে ফোন করে যাচাই করে তবেই টাকা দেওয়ার ব্যাপারে সিওর হবেন। আজ খবরে উল্লেখিত শিলিগুড়ির তৃণমূল নেতা জয়ন্ত করেট ফেক প্রোফাইল বানিয়ে পরিচিতদের কাছে থেকে ইতিমধ্যে বহু টাকা নিয়ে নিয়েছে নকল জয়ন্ত কর। তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন মহল জানিয়েছেন যাতে কেউ তার নাম ব্যবহার করে টাকা চাইলে না দেয়। তিনি বলেন,
আমার ছবি ব্যবহার করে কোনো জালিয়াত অ্যাকাউন্ট খুলেছে। আমার বন্ধু দের কাছ থেকে টাকা চাইছে। কেউ টাকা দেবেন না। আমি পুলিশের কাছে রিপোর্ট করছি।

◆একটি সতর্কতামুলক খবর।