Home জীবন যাপন ফেসবুকে প্রেম বধূর, শেষে হল এমন পরিণতি

ফেসবুকে প্রেম বধূর, শেষে হল এমন পরিণতি

এইচ এন: পরকীয়া করতে গিয়েখোয়াতে হল সোনা গয়না, টাকা পয়সা সর্বোপরি সম্মান। এমন ঘটনা ফেসবুকের মাধ্যমে। রীতিমতো প্রতারণা গৃহবধূকে। ওই বধূর ফেসবুকে এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল। বধূর বাড়ি দক্ষিণদাঁড়ি। অভিযুক্ত প্রেমিক কলকাতা পুলিশের কর্মী বলে পরিচয় দিয়েছিল। তারপর আলাপ–‌ঘনিষ্ঠতা থেকে প্রেম। একসময় প্রেমের টানে স্বামী–‌পুত্র ছেড়ে নতুন ঘর বাঁধার স্বপ্নে বেরিয়ে যান মহিলা। রাস্তায় দুজনের দেখা। সেখানেই বধূর সোনা–‌রুপোর গয়না, নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় সেই প্রেমিক। যদিও বেশিদূর পালাতে পারেনি। প্রতারক প্রেমিক ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। ধৃতেরা হল সৌমিত্র মণ্ডল ওরফে রূপম মণ্ডল ও দুলাল হালদার। পুলিশ খোয়া যাওয়া গয়নার বেশিটাই উদ্ধার করেছে।
গত ১০ আগস্ট মহিলাকে নিয়ে লেক টাউনের শ্রীভূমি এলাকায় আসে রূপম। মহিলা যাবতীয় অলঙ্কার, নগদ টাকা সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেগুলি নিয়ে তাঁকে পূর্ব যাদবপুর থানা এলাকার একটি রাস্তায় দাঁড় করিয়ে রেখে প্রেমিক চম্পট দেয়। এরপর ১৬ নভেম্বর লেক টাউন থানায় অভিযোগ করেন মহিলা। মহিলাকে দাঁড় করিয়ে একটু ঘুরে আসছি বলে সে চলে যায়। বধূর মোবাইল ফোনটিও সে নিয়ে যায়। পুলিশ জানতে পারে, রূপমের আসল নাম সৌমিত্র মণ্ডল। তাকে গ্রেপ্তার করে লেক টাউন থানার পুলিশ। বিধাননগর এসিজেএম আদালতের অনুমতি নিয়ে হেফাজতে এনে জেরা করেন পুলিশকর্তারা। অপরাধ কবুল করে সে। জানা যায়, আসলে সে রঙের মিস্ত্রি। সন্দেশখালিতে বাড়ি হলেও সোনারপুরে ভাড়া থাকে। দুলাল হালদার নামে একজনকে চোরাই জিনিসগুলি সে বিক্রি করেছে। মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয় দুলাল।‌‌‌ এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমন ফেসবুকে প্রেম নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।