শিলিগুড়ি, ১৪ মার্চ: অচেনা যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় এবং তা থেকে প্রেমের খপ্পরে পড়ে যে কত তরুণী, যুবতী ও মহিলার সর্বনাশ হয়েছে তা অনেকেরই জানা। এরকম অনেক ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে আসেনি ভুক্তভোগীর সম্মানহানির কথা ভেবে। কেউ আবার এরকম সর্বনাশ হলেও লোকলজ্জার ভয়ে প্রকাশ করেনি। তার জীবনে ঘটে যাওয়া ঘটনা ভেবে কুরে কুরে মরছে। তবে কেউ আবার অপরাধীর শাস্তির জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে। যাতে ফেসবুক বা রং নম্বর থেকে পরিচয় হয়ে কোনও দুষ্ট চক্রের খপ্পরে না পড়ে। তেমনই এক ঘটনা ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়ায়।
জানা গিয়েছে, মাটিগাড়া থানার শিবমন্দিরের আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের ২৯ বছরের এক গৃহবধূর সঙ্গে ফেসবুকে জিতেন্দ্র সিং নামে এক যুবকের যোগাযোগ হয়। তাঁরা পরস্পরের সঙ্গে কথাও বলতেন। গত ২ ফেব্রুয়ারি ওই গৃহবধূ বাড়ি থেকে আধার কার্ড বানাতে যাচ্ছি বলে বের হলেও আর ফেরেননি। পরদিন ওই গৃহবধূর বাবা মাটিগাড়া থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। ওই যুবকের ডাকে সাড়া দিয়ে গৃহবধূ ঘর ছেড়েছে বলে পরিবারের সদস্যরা মনে করেন। পরবর্তীতে পরিবারের সদস্যদের অনুমান সঠিক হয়।
গত ৪ ফেব্রুয়ারি ওই গৃহবধূ বিপদে পড়েছেন বলে তার বাবা ও এক আত্মীয়কে জানান। তাঁর ওপর অত্যাচার চালাচ্ছে ওরা। এমনকি তাঁকে বিক্রি করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। গোটা ঘটনা পরিবারের তরফে মাটিগাড়া থানার পুলিশকে জানানো হয়। যদিও তাদের অভিযোগ, পুলিশের ভূমিকায় তারা সন্তুষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, মোবাইল ট্র্যাক করে জানা গিয়েছে যোগাযোগ করা নম্বরটি উত্তরাখণ্ডের। কিছুদিনের মধ্যেই পুলিশের টিম সেখানে গিয়ে তদন্ত করবে।