ফেলে দেওয়া প্লাস্টিক কুড়িয়ে জমা দিলেই মিলছে চাল

শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি: রাস্তা থেকে কুড়িয়ে কিংবা ঘরে জমানো প্লাস্টিক পলিথিনের ব্যাগ জমা দিলেই শিলিগুড়িতে হাতে হাতে মিলে যাচ্ছে চাল।
এমনই অভিনব উদ্যোগ শিলিগুড়িতে। তার পিছনে কারণ রয়েছে । মাত্র ১১৯টি প্লাস্টিক ও একটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলছে ১ কেজি চাল।
শিলিগুড়িতে এর আগে প্লাস্টিক মুক্ত গড়তে বহু উদ্যোগ নেওয়া হয়। এবার একটু ভিন্ন। ওমন ওয়ার্ড গড়ে তুলতে অভিনব উদ্যোগ গ্রহন করলেন শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু।
ইতিমধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করে শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহন করেছে শিলিগুড়ি পুরনিগম। এজন্য প্রতিটি বাজার-হাটে প্লাস্টিক বর্জন করা নিয়ে লাগাতার প্রচার চালানো হচ্ছে। তবে এখনও পুরোপুরি বন্ধ হয় নি প্লাস্টিকের ব্যবহার।
শুক্রবার ২০ নম্বর ওয়ার্ডের বাগরাকোর্ট সংলগ্ন কাউন্সিলার কার্যালয়ের সামনে থেকে ১১৯টি প্লাস্টিক ও একটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে এক কেজি করে চাল প্রদান করেন কাউন্সিলার অভয়া বসু। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু সহ অন্যান্যরা। কাউন্সিলর বলেন একদিকে যেমন এই উদ্যোগে যত্রতত্র প্লাস্টিক ব্যাগ কেউ ফেলবেন না। তেমনি বাড়িতে জমিয়ে রেখে বিনিময়ে চাল মিলবে। তাতে আগ্রহ বাড়বে। এভাবে শহর প্লাস্টিমুক্ত করা যেতে পারে ধাপে ধাপে।