Home রাজ্য ফের পঞ্চায়েত ভোট হবে রাজ্যের ২০ টি বুথে

ফের পঞ্চায়েত ভোট হবে রাজ্যের ২০ টি বুথে

এইচ.এন.ডেস্ক, ১৩ জুলাই: ফের পঞ্চায়েত ভোট হবে রাজ্যে। ২০ টি বুথে পুনঃনির্বাচন হবে। নজিরবিহীন নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
ব্যালট ছিনতাই, লুঠ, ব্যালট গিলে নেওয়ার অভিযোগের পাশাপাশি ফলাফল প্রকাশের পরেও একাধিক জেলায় ভোট বাতিলের দাবি তুলেছে বিরোধীরা। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া-২ ভুরকুণ্ডার এক প্রার্থীর বিরুদ্ধে ভোট গণনার সময় ব্যালট গিলে নেওয়ার অভিযোগ ওঠে। ফলে রাজনৈতিক মহলের মতে, কলকাতা হাইকোর্টে বুথ ধরে ধরে বিরোধীদের যে অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে নড়েচড়ে বসে রাজ্য নির্বাচন কমিশন। বিডিও-র রিপোর্টের ভিত্তিতে ২০ টি বুথে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, হাওড়া জেলার সাঁকরাইলে ১৫ টি বুথে ফের ভোট গ্রহণ হবে। উত্তর ২৪ পরগনা জেলার ভুরকুণ্ডা, এছাড়া হুগলি জেলার সিঙ্গুরের একটি আসন সহ কয়েকটি আসনে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে ওই বুথগুলিতে ভোট হবে তা এখনো জানা যায়নি।