ফের করোনায় একজনের মৃত্যু হল এরাজ্যে, মোট মৃত্যু হল ৩ জনের

কলকাতা, ৩১ মার্চ: করোনায় এরাজ্যে ফের মৃত্যু হল একজনের। এ নিয়ে মৃত্যু হল মোট তিনজনের। তৃতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে হাওড়া জেলা হাসপাতালে। পরশু দিন তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, ওই ব্যক্তি সম্প্রতি ডুয়ার্স থেকে ফেরেন। ওই ব্যক্তির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারান্টিনে পাঠানো হচ্ছে।
পশ্চিমবঙ্গে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৩ মার্চ। সল্টলেকের একটি বেসরকারী হাসপাতালে দমদমের বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়।
দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। রবিবার গভীর রাতে করোনায় আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কালিম্পংয়ের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়।