Home রাজ্য উত্তরবঙ্গ ফেব্রুয়ারিতেও দার্জিলিংয়ে তুষারপাত, যেন সোনায় সোহাগা

ফেব্রুয়ারিতেও দার্জিলিংয়ে তুষারপাত, যেন সোনায় সোহাগা

দার্জিলিং, ২৬ ফেব্রুয়ারি: এবার পর্যটকদের যেন সোনায় সোহাগা। সাদা বরফে ছেয়ে যাচ্ছে শৈল শহর। প্রায় প্রতিদিনই দার্জিলিং ঢেকে যাচ্ছে সাদা বরফের চাদরে। মঙ্গলবার বহু জায়গায় ঢেকে গিয়েছিল।বুধবার ভোররাত থেকে আবার শুরু হয় তুষারপাত।এবার টাইগার হিল এবং তার নিচেও তুষারপাত হয়।পর্যটকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন।মাসখানেক পর এ বার পর পর দু’ দিন বরফ পড়েছে সান্দাকফুতে। তুষারপাতের আরও সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে।
রবিবার বিকেলে ঘণ্টাখানেক তুষারপাত হয় সান্দাকফুতে। এদিন আবার বরফের সঙ্গে শিলাও মিশেছিল। সোমবার দুপুরের পুরোপুরি তুষারপাত হয়। টুমলিং থেকে সান্দাকফু পর্যন্ত রাস্তা ফের ঢেকে গিয়েছে বরফের চাদরে। পাহাড়ে এবার তুষারপাত বেশ অনেকটাই আগেই শুরু হয়েছিল। সান্দাকফুতে কদিন টানা বরফ পড়ে। এখন ফেব্রুয়ারি শেষ। সাধারণত ডিসেম্বরে খুব একটা বরফ পড়ে না। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে দিল। আর এই বরফ পড়ায় খুশি সবাই। এই বরফের জেরে আরও পর্যটক আগামী কয়েক দিনে সান্দাকফুমুখী হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে পর্যটকরা পাহাড়ে উঠতে শুরু করেছেন। যারা পাহাড়ে থেকে ফিরবেন বলে ঠিক করেছিলেন তারাও কদিনের জন্য পাহাড়ে থেকে যাচ্ছেন। যে কারণে পাহাড়ে ফের তুষারপাতকে কেন্দ্র করে পর্যটন ব্যবসা জমে উঠছে।