Home রাজ্য উত্তরবঙ্গ ফুলবাড়ি দিয়ে আপাতত বাণিজ্য বন্ধের আর্জি এল বাংলাদেশ থেকে

ফুলবাড়ি দিয়ে আপাতত বাণিজ্য বন্ধের আর্জি এল বাংলাদেশ থেকে

ফুলবাড়ি, ও পঞ্চগড় ৩০ মে: ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাণিজ্য সাময়িক বন্ধ রাখার জন্য আর্জি এল বাংলাদেশ থেকে।আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশন পঞ্চগড় বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি দিয়ে ভারতের ফুলবাড়ি আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে, যাতে আগামী ৩ জুন পর্যন্ত এই পথে বাণিজ্য বন্ধ রাখা হয়। তারা জানিয়েছে বাংলাদেশের স্থানীয়স্তরে গত ২৫ মে সিদ্ধান্ত হয়েছে যাতে সাময়িক বাণিজ্য বন্ধ রাখা হয়। করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত ভারতে। ভারতের সংক্রমণ যাতে বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ না ছড়ায় সেজন্য স্থানীয় প্রশাসন ও রপ্তানিকারক সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু মাঝে কিছু ট্রাক চলাচল করেছিল। এনিয়ে আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের পঞ্চগড় এর সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, সাময়িক কিছু ভুল বোঝাবুঝির কারণে কিছু গাড়ি যাতায়াত করেছে। তবে আমরা আবেদন রাখছি ৩০ মে থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত যাতে এই পথে বাণিজ্য বন্ধ রাখা হয়। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।