ফুলবাড়ির জটিয়াকালি এলাকা থেকে চা পাতা চুরি কাণ্ডে গ্রেপ্তার ৭ জন

শিলিগুড়ি, ১৫ ডিসেম্বর: চা পাতা চুরির অভিযোগে ধৃত ৭ জন। ফুলবাড়ির জটিয়াকালি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে এই ৭ দুষ্কৃতীকে। জটিয়াকালি এলাকায় একটি চা ফেক্টারি থেকে প্রচুর চা পাতা চুরি যাওয়ার অভিযোগ জমা পড়ে। বিষয়টি নিয়ে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর ২৪ ঘন্টার মধ্যে মেলে সাফল্য। পুলিশের হাতে গ্রেফতার হয় ৭ দুষ্কৃতী ও উদ্ধার হয় দুটি গাড়ি। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া চা পাতা। ধৃতদের নাম মুক্তার আনসারী বাড়ি বিন্নাগুরি। বিবেকানন্দ রায়, হাফিজুল ইসলামের বাড়ি বানারহাট, মানিক সরকার, মিন্টু সাহা ও বাবলু রায়ের বাড়ি জলপাইগুড়ি। অপর ধৃত মুসলিম মিয়ার বাড়ি ফালাকাটা। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হওয়া গাড়ি থেকে উদ্ধার হয়েছে চোরাই চা পাতা। ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।