ফুলবাড়িতে বাইপাস রোডে পিস্তল দেখিয়ে ছিনতাই!

ফুলবাড়ি, ২২ নভেম্বর: অনেকেই তাকে চেনেন। ভালোমানুষ। বেকারির রুটি বিস্কুট হকারী করেন। জনতা দাস, উত্তরকন্যার সামনে ওভারব্রিজ এলাকায় বাড়ি। স্থানীয় একটি বেকারি থেকে রুটি বিস্কুট ঝুলিয়ে হকারি করেন। প্রতিদিন সাইকেল নিয়ে চলে যান গ্রামের দিকে।প্রতিদিন ৫০ থেকে ৬০ কিলোমিটার সাইকেল চালান। এদিন ফাঁসিদেওয়া চটহাট থেকে ফুলবাড়ী বাইপাস রোড ধরে বাড়ি ফেরার পথে এই ঘটনা। ফুলবাড়ী টোলটেক্স পার করে এই ঘটনা ঘটে একটু আগেই। মহানন্দা ব্যারেজের কাছাকাছি পিএইচই জল উত্তোলন কুয়োর কাছে রাস্তার উপর ঘটনা। রাস্তায় জনতাবাবুর সাইকেল দাঁড় করিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ। নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে তিন বাইক আরোহী। জনতাবাবু বলেন, ওই তিনজন বাইক নিয়ে আসে। একজন বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। বাকি দুইজন আসে আমার কাছে টাকা চায়। আমি দিতে রাজি না হওয়ায় একজন আমার মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়।এরপর সব টাকা নিয়ে নেয়। আবার ফাঁসিদেওয়ার দিকে পালিয়ে গেছে। জনতাবাবু এরপর ফুলবাড়ি দিকে চলে আসেন। টোল ট্যাক্স পার্ক করে বাইপাস মোড়ে ট্রাফিক পুলিশকে ঘটনাটি জানানো। কিছুক্ষন পর নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। জনতাবাবুকে নিয়ে যাওয়া হয়েছে ছিনতাই হওয়া স্থলে। থানা থেকে পুলিশের আরেকটি দল এসেছে।