ফুলবাড়ি, ২৪ নভেম্বর: তিস্তা ক্যানেল ভেসে উঠল একটি মৃতদেহ। রবিবার সকালে ওই মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। দেহটি ভাসতে-ভাসতে গাজলডোবার দিক থেকে ফুলবাড়ির দিকে আসছিল। সারারাত ভেসে ভেসে ফুলবাড়ি এলাকায় এসে পৌঁছায়। এদিন সকালে প্রাতঃভ্রমণ কারীদের চোখে বিষয়টি পড়ে।তারপরে এলাকায় লোকজন জড়ো হয়ে যায়। ইতিমধ্যে খবর চলে যায় নিউ জলপাইগুড়ি থানায়।পুলিশ চলে আসে। কিন্তু দেহটি তখনও উদ্ধার করতে পারেনি। উদ্ধারের জন্য লোক পাঠানো হয়েছে। এদিকে এলাকাবাসীদের ভিড় বাড়তে থাকে। শুরু হয় জল্পনা। কোথাকার দেহটি তা নিয়েই এখন চলছে আলোচনা জানা গেছে ওই দেহটি কয়েকদিনের হবে।পচে গলে গেছে। টি-শার্ট পরা এবং একটি ফুল প্যান্ট পরা রয়েছে। ওপর করা রয়েছে দেহটি। তাই এখনই চিনে উঠতে পারছে না কেউ। সম্ভবত ১০থেকে ১৫ দিন আগেই মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে। পচে গলে গেছে। খুন না ডুবে মৃত্যু অথবা আত্মহত্যা তা এখনই বোঝা যাচ্ছে না। দেহ উদ্ধারের পর এই তদন্ত হবে তারপরই অনেকটা স্পষ্ট হবে।