ফুলবাড়ি, ২৮ ফেব্রুয়ারি: কন্টেনার গাড়ির পিছনে গিয়ে সজোরে ধাক্কা। ওই বাইকে ছিল ২ জন। দুজনেই ছিটকে পড়ে বাইক থেকে। একজন ঢুকে যায় কন্টেনারের তলায়। অন্যজনও রাস্তার পাশে ছিটকে পড়ে। রেলিং এ ধাক্কা খায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। মৃত্যু যুবকের নাম শাহেদ আলী। বাবার নাম প্রয়াত আকবর আলী। বাড়ি ফুলবাড়ির আমাইদিঘি এলাকায়। মারাত্মক জখম প্রশান্ত রায়। বাবার নাম প্রভাত রায়। বাড়ি ফুলবাড়ির চম্পদগছ। মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে ফুলবাড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে থেকে অবস্থার অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে।
জানা গেছে, এই দুই যুবক বাইকে করে শিলিগুড়ি দিক থেকে ফুলবাড়ি ফিরছিল। দুজনে তারা বন্ধু। ফুলবাড়ি বাইপাসের কাছে এশিয়ান হাইওয়ে – ২ এর উপর দ্রুতগতিতে গিয়ে তাদের বাইক একটি কন্টেনার গাড়ির পেছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে কন্টেনারটি ব্রেক চেপে দেয় এবং দাঁড়িয়ে পড়ে। কিন্তু এত জোরে আঘাত লেগে যাতে মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অন্যজনকে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় যান নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে এলাকাবাসী ক্ষোভ জানান। তারা এই এলাকায় ট্রাফিক ব্যবস্থা সহ যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং ভুল পথে গাড়ি চলাচল নিয়ে সরব হন। ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে।