ফালাকাটা স্টেশনে রহস্যজনকভাবে দাঁড়িয়ে পড়ল ট্রেনটি

ফালাকাটা, ৭ মার্চ: চেন টেনে দূরপাল্লার ট্রেন দাঁড় করিয়ে মাঝপথে থেমে যাওয়ায় পাঁচজনকে আটক করল রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ফালাকাটা স্টেশনে ঘটনাটি ১২ টা ২০ মিনিট নাগাদ।জানা গেছে, ট্রেনটি শিলচর গুয়াহাটি হয়ে দিল্লি যাচ্ছিল। ফালাকাটা স্টেশন হয়ে ট্রেনটির কোনও স্টপেজ নেই। অথচ জেনারেল কামরার দুই যুবক ফালাকাটা স্টেশনের মুখেই দ্রুত গতিতে থাকা ট্রেনটি চেন টেনে দাঁড় করিয়ে দেয়। তারপরে নেমে পালিয়ে যায় তারা। বিষয়টির রিপোর্ট সঙ্গে সঙ্গে চলে যায় স্টেশন মাস্টারের ঘরে। স্টেশন মাস্টার এবং রেল পুলিশ তখন ছুটে যান বিষয়টি দেখতে। ইতিমধ্যেই যে দুই যুবক চেন টেনে ট্রেন দাঁড় করেছিল, তারা আগে থেকে রাস্তার পাশে রেডি করে রাখা বাইকে করে পালিয়ে যায়। এদিকে ট্রেনের আরও কয়েকজন যাত্রী মাঝপথে ট্রেন দাঁড়ানোর তারাও নেমে যান। শেষে রেলপুলিশ বাকিদের ধরে নিয়ে আসে। কিন্তু যে দুজন মূল অভিযুক্ত তারা পালিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাধারণত দূরপাল্লার কিংবা অন্য কোনও ট্রেনে এভাবে দাঁড় করানো যায় না। গেলেও তার জন্য নির্দিষ্টভাবে কৈফত দিতে হয়। অনেক ক্ষেত্রে দুষ্কর্ম ও ছিনতাইয়ের ঘটনাও ঘটে। সমস্ত বিষয় খতিয়ে দেখতে পাঁচজনকে এবার নিয়ে আসা হয়েছে স্টেশন আরপিএফ ঘরে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।