ফাঁসিদেওয়ায় চুরি করতে আসে একদল দুষ্কৃতী

ফাঁসিদেওয়া, ১২ এপ্রিল: ফাঁসিদেওয়ার ঘোষপাড়ায় চালের গুদামে চুরি। লুটপাট করে দুষ্কৃতীরা। গভীর রাতে জানালা ভেঙ্গে দোকানে ঢুকে সিসিটিভির হার্ডডিক্স নিয়ে যায়। সমস্ত সংযোগ কেটে দিয়ে দোকানের ক্যাশ থেকে টাকা পয়সা নেওয়ার পাশাপাশি দোকানের পিছনে বাড়িতে রাখা বাইক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

সকালে বিষয়টি টের পান প্রতিবেশী একজন। তারাই জানান ওই দোকান মালিককে। শেষে দোকান মালিক ভোলা ঘোষ এসে দেখেন সমস্ত কিছু ওলট-পালট। দুষ্কৃতীরা জানালার কপাট ভেঙ্গে তারপর লোহার গ্রিল ভাঙে। সেদিক দিয়ে ঢোকে। এরপর দোকানে লুটপাট চালায়। দোকানের পাশের ঘরে থাকা বাইক ও ক্যাশ বাক্সে পথাকা ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের কাছে দাবি করেছেন দুষ্কৃতীদের ধরতে। কারণ যে এলাকায় চুরি হয়েছে সেখানে ঘনবসতিপূর্ণ। তাই এভাবে চুরি হওয়ার কথা নয়। ফাঁসিদেওয়া থানা থেকে পুলিশ গিয়েছিল। তারা ছবি তুলে নিয়ে গেছে। তদন্ত শুরু করেছে।
দোকান মালিক ভোলা ঘোষ বলেন, পরিকল্পিতভাবেই অনেকেই এসেছিল বলে মনে করা হচ্ছে। কারণ দোকানের ভেতর অনেকগুলো পায়ের ছাপ ছাপ দেখা গেছে। দলবেঁধে এমন দুষ্কর্ম করে বেড়াচ্ছে। এই লকডাউনের পরিস্থিতিতে পুলিশের এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছি।