ফাঁসিদেওয়ায় গভীর রাতে বাস দুর্ঘটনা

ফাঁসিদেওয়া ১৭ মে: শনিবার গভীর রাতে ফাঁসিদেওয়ার বাস দুর্ঘটনা। ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোডের লিচুবাগান বুড়িবালাসন সেতুর উপর এই দুর্ঘটনা। রাত ১২ টা ২৫ মিনিটে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস WB73-5913 মাথাভাঙ্গা থেকে করণদিঘি রায়গঞ্জ যাচ্ছিল। ফাঁসিদেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর কাছে নীচে পড়ে যায়। বাসের মধ্যে যাত্রী সহ ৬ জন ছিলেন। তারমধ্যে ড্রাইভার ও খালাসির হাত পায়ে আঘাত লাগে ও মাথা ফেটে যায়। পুলিশ ও স্থানীয়দের অনুমান বাসের ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। অল্পের জন্য ৬ জন যাত্রী প্রাণে বেঁচে যায়। এই পথে ৩১ নম্বর জাতীয় জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে। তারজন্য সুরক্ষার কথা মাথায় রেখে কোম্পানি রাস্তার ধারে ক্যাশবাড়িয়ার লাগায়। ধারণা যার জন্যই সকলে বেঁচে আছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান ফাঁসিদেওয়া থানার পুলিশ। পুলিশ ফাঁসিদেওয়া আহতদের রুরাল হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনায় অনেকটা সময় পথ বন্ধ ছিল। যান চলাচলও ব্যাহত হয়। গাড়িটি উদ্ধার করে ফাঁসিদেওয়া থানা নিয়ে আসা হয়।