Home Trending Now ফটো সাংবাদিকের ছিনতাই হওয়া ক্যামেরা মোবাইল উদ্ধার করল পুলিশ

ফটো সাংবাদিকের ছিনতাই হওয়া ক্যামেরা মোবাইল উদ্ধার করল পুলিশ

শিলিগুড়ি, ৩ মে: শিলিগুড়ির এক ফটো জার্নালিস্ট-এর ছিনতাই হওয়া ক্যামেরা, মোবাইল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী অবশেষে উদ্ধার করল পুলিশ। লকডাউনের মধ্যে এই ছিনতাইয়ের ঘটনায় সাফল্য পুলিশের। প্রায় এক সপ্তাহের মাথায় গিয়ে সমস্ত ছিনতাইয়ের সামগ্রী উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে এই ঘটনায় গ্রেপ্তার করেছে তিনজনক। ধৃতরা হল বিকি সামন্ত হাতিয়াডাঙ্গা ভক্তিনগর থানা। সাওন রায় বিদ্যাচক্র কলোনি ৪৪ নম্বর ওয়ার্ড শিলিগুড়ি। শানু পাল, উত্তর মাল্লাগুড়ি, প্রধান নগর। এই তিনজনের কাছ থেকে একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ এত তাড়াতাড়ি সাফল্য পাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের কর্মকর্তারা। সেইসঙ্গে তাদের বার্তা প্রতিটি ক্ষেত্রেই যেন এভাবেই গুরুত্ব দিয়ে দেখবে।
উল্লেখ্য, হিন্দি ‘দৈনিক জাগরণের’ ফটো জার্নালিস্ট সঞ্জয় শাহ তার কর্মক্ষেত্র শালুগাড়া থেকে কাজ করে গান্ধী ময়দান এর সামনে দিয়ে চম্পাসারি হয় দার্জিলিং মোড়ের দিকে আসছিলেন। লকডাউনে ফাঁকা রাস্তা পেয়ে সন্ধ্যা নাগাদ তার গাড়ি দাঁড় করিয়ে ওই এলাকায় ছিনতাই হয়। প্রাথমিকভাবে তিনজন থাকার বিষয়টি সামনে আসে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তারপর তদন্ত করে। ভক্তিনগর থানার পুলিশ পরপর ধরে ফেলে তিন দুষ্কৃতীকে।