Home দেশ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

এইচ.এন.ডেস্ক, ৩১ আগস্ট: প্রয়াত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বেশ কিছুদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। সোমবার দুপুরে তার ছেলে একটি টুইটে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানান।
গত ৯ আগস্ট প্রাক্তন রাষ্ট্রপতি দিল্লির বাসভবনে শৌচালয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। চিকিৎসার জন্য তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় । মস্তিষ্কের রক্তক্ষরণ হাওয়ায় জরুরি অস্ত্রোপচার করা হয়। তারপর কোমায় চলে যান তিনি। তাঁর স্বাস্থ্যের কখনও উন্নতি, কখনও অবনতি ধরা পড়ে । প্রায় ২১ দিন দিল্লির আর্মি রেফারেল হাসপাতালে ভর্তি থাকার পর আজ প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।