Home রাজ্য প্রেমিকার টানে বাংলাদেশ থেকে ভারতে এসে গ্রেপ্তার প্রেমিক

প্রেমিকার টানে বাংলাদেশ থেকে ভারতে এসে গ্রেপ্তার প্রেমিক

এইচ. এন. ডেস্ক: ২৪ ফেব্রুয়ারি: প্রেমিকার টানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসায় প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি প্রেমিককে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে প্রেমিকাকেও গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নশিপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা সোহেল রানা (১৮) নামে এক যুবকের মুর্শিদাবাদের নশিপুর গ্রামের ২৫ বছরের এক যুবতীর সোশ্যাল মিডিয়ার সূত্রে পরিচয় হয়। দীর্ঘদিন তাদের সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হয়। প্রায় তিন মাস আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে অবৈধভাবে ভারতে চলে আসে। প্রেমিকাকে বিয়ে করবে বলে প্রেমিক জানায়। তারপর প্রেমিকার সাহায্যে সে হরিহরপাড়া থানার নশিপুর গ্রামে পৌঁছায়। সেখানে কয়েকদিন থাকার পর সোহেল পরিযায়ী শ্রমিক হিসেবে কলকাতায় একটি নির্মীয়মাণ আবাসন প্রকল্পে কাজ করতে চলে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরই মধ্যে সোহেলের পরিবারের লোকেরা খবর পায় সে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নশিপুর গ্রামে তাঁর প্রেমিকার বাড়িতে গিয়েছে। এরপর সোহেলের পরিবারের লোক ভারতে এসে হরিহরপাড়া থানার পুলিশের দ্বারস্থ হয়। বুধবার রাতে হরিহরপাড়া থানার পুলিশ সোহেলকে ফোন করে থানাতে ডেকে পাঠায়। তখন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।  এক বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সাহায্য করা এবং ভারতে থাকতে দেওয়ার অভিযোগে ওই যুবতীকে গ্রেপ্তার হয়েছে।