এইচ. এন. ডেস্ক: প্রেমিক ও প্রেমিকা দুজনেই বিবাহিত। অনেকদিন তাদের প্রেমের সম্পর্ক ছিল। ঘুরতে গিয়ে হোটেলে প্রেমিকাকে খুন করে প্রেমিক। অভিযুক্ত যুবকের নাম সমর পাত্র। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার পাতিবুনিয়া এলাকায়। নামখানা থানার রাজনগরের বাসিন্দা এক মহিলার সঙ্গে তার পরকীয়া ছিল।
জানা গিয়েছে, গত ২০১৮ সালের ১১ এপ্রিল সমর ওই মহিলাকে সঙ্গে নিয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বকখালিতে গিয়েছিল। সেখানে একটি হোটেলে ওঠে। হোটেলের কর্মীরা পরদিন সকালে হোটেলের ওই ঘরে খাবার দিতে যান। তারা মহিলার রক্তাক্ত দেহ দেখতে পান। তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ তদন্ত করতে এসে দেখে হোটেলের একটি জানলা ভাঙা রয়েছে। মহিলাকে খুন করে ওই ভাঙা জানলা দিয়েই খুনি পালিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে।
হোটেল ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তদন্তে নামেন। প্রায় দেড়মাস পর অভিযুক্ত সমর পাত্র গ্রেপ্তার হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়। তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয় পরকীয়া সম্পর্কে টানাপোড়েনের জেরে মহিলাকে খুন করেছে। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক সমরকে দোষী সাব্যস্ত করেন। আগামী এক মাসের মধ্যে ফাঁসির আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।