Home রাজ্য উত্তরবঙ্গ প্রায় এক কোটি টাকার সেগুন কাঠ উদ্ধার, গ্রেফতার ৩

প্রায় এক কোটি টাকার সেগুন কাঠ উদ্ধার, গ্রেফতার ৩

রাজগঞ্জ, ২ ডিসেম্বর: অসম থেকে ভিন রাজ্যে পাচারের পথে দুই ট্রাক সেগুন কাঠ উদ্ধার করেছে বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল ফোর্স। রবিবার গভীর রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর এলাকা থেকে কাঠগুলি উদ্ধার করা হয়। এই কাঠ পাচারের যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল তপন দাস, রাজেশ দাস ও মতাব হোসেন।
টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ওতপেতে ছিলেন বনকর্মীরা। গভীর রাতে সেগুন কাঠ বোঝাই নির্দিষ্ট নম্বরের দুইটি ট্রাক আটক করা হয়। উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় এক কোটি টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।