Home Uncategorized প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতির আক্রমণে মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতির আক্রমণে মৃত্যু

জলপাইগুড়ি, ৭ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সকালে গরুবাথান ব্লকের ভুট্টাবাড়ি বস্তি এলাকার ঘটনা। মৃতের নাম ধনবাহাদুর ছেত্রি(৪২)। তার বাড়ি ওই এলাকাতেই।
জানা গিয়েছে, ধনবাহাদুর বাবু প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন। ভুট্টাবাড়ি জঙ্গলের কাছে রাস্তার মধ্যে একটি হাতির সামনে পড়ে যান। হাতিটি তাকে শুড় দিয়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই ধনবাহাদুরের মৃত্যু হয়। খবর পেয়ে গরুবাথান থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। নেওড়া রেঞ্জের রেঞ্জ ম্যানেজার জানিয়েছেন, ওই এলাকায় বেশকিছু হাতি রয়েছে। নিয়মিত সেখানে টহল দেওয়া হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাতির হামলায় মৃতের পরিবারকে সরকারি নিয়োমানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।