রাজগঞ্জ, ৮ এপ্রিলঃ প্রশাসনের নির্দেশিকাকে উপেক্ষা করে র্যাশনের কুপন বিলি করার অভিযোগ উঠেছে ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে । মানা হচ্ছে না লকডাউন ও সামাজিক দূরত্ব। যাদের ডিজিটাল র্যাশন কার্ড নেই, তাঁদের আবেদনের বারকোড দেখে কুপন দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। রাজগঞ্জ ব্লকে ৪২৪৮৪ টি কুপন দেওয়া হয়েছে । তার মধ্যে ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রায় ৪০০০ । যেহেতু করোনার জেরে লকডাউন চলছে এবং সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক, তাই কুপন উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন । কিন্তু বুধবার নির্দেশ ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত থেকে কুপন বিলি করা হয় । প্রচুর উপভোক্তা ভিড় করেন কুপন নিতে । এছাড়া কুপন বিলি নিয়ে তৃণমুল রাজনীতি করছে বলে বিজেপির অভিযোগ । বিজেপির ফুলবাড়ি মণ্ডল সভাপতি তথা পঞ্চায়েত সদস্য রাহুল বর্মন বলেন, র্যাশনের কুপন উপভোক্তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের হাতে কুপন তুলে দেওয়া হলেও বিজেপির পঞ্চায়েত সদস্যদের দেওয়া হচ্ছে না । ওই কুপন তৃণমূল কর্মীরা বিতরণ করছে । এছাড়া সামাজিক দূরত্ব উপেক্ষা করে গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে কুপন বিতরণ করা হচ্ছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা করাতি । তিনি বলেন, আমরা কুপন নিয়ে রাজনীতি করতে চাই না । এদিন বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কার্যালয়ে উপভোক্তাদের ভিড় জমিয়েছে । কুপন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজগঞ্জের বিডিও এন সি শেরপা ।