প্রশাসনের তরফে বৈঠকের আশ্বাস দেওয়ায় পথ থেকে বিরত থাকলেন ভূমি ক্ষতিগ্রস্তরা

রাজগঞ্জ, ১৩ ডিসেম্বর: প্রশাসনের তরফে ভূমি ক্ষতিগ্রস্তদের সঙ্গে বৈঠক করার আশ্বাস দেওয়ায় পথ অবরোধ করতে এসে ফিরে গেল জলপাইগুড়ি ল্যান্ড লুজার কমিটির সদস্যরা। শুক্রবার জেলার বিভিন্ন স্থান থেকে কমিটির সদস্যরা রাজগঞ্জের বুড়িরমোড় হাটে জমায়েত হয়। সেখান থেকে ফাটাপুকুরে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক অবরোধ করার কর্মসূচি ছিল। কিন্তু ওই সময় প্রশাসনিক তরফ থেকে তাদের কাছে বার্তা পৌছায় ভূমি ক্ষতিগ্রস্তদের বিষয় নিয়ে আগামী ১৭ ডিসেম্বর উত্তরকন্যা বৈঠক করা হবে। ওই আশ্বাস পেয়ে পথ অবরোধ থেকে বিরত থাকে ল্যান্ড লুজার কমিটি। তবে ওইদিন ভূমি ক্ষতিগ্রস্তদের চাকরির বিসয়ে সবুজ সংকেত না দেওয়া হলে পরের দিন থেকেই বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে কমিটির সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সরকারি প্রকল্পের জন্য জমি দেওয়া জলপাইগুড়ি জেলার প্রায় ৬০০ ভূমিহারা চাকরির দাবিতে অনেকদিন থেকে আন্দোলন করছে।