Home রাজ্য উত্তরবঙ্গ প্রশাসনের আশ্বাস পেয়ে ১১ দিনে উঠল জমিদাতাদের অবস্থান

প্রশাসনের আশ্বাস পেয়ে ১১ দিনে উঠল জমিদাতাদের অবস্থান

রাজগঞ্জ, ১৬ জানুয়ারিঃ প্রশাসনের আশ্বাস পেয়ে অবস্থা তুলে নিল জমিদাতারা । ১১ দিনে উঠল জমিদাতাদের অবস্থান। তবে এক মাসের মধ্যে জমিদাতাদের চাকরি দেওয়ার কথা সঠিকভাবে না জানালে বৃহত্তর আন্দোলোনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গত ৬ জানুয়ারি থেকে রাজগঞ্জের গেটবাজারে টানা অবস্থান করছিলেন জলপাইগুড়ি জেলা ল্যান্ডলুজার কমিটির সদস্যরা। অবশেষে বৃহস্পতিবার অবস্থানস্থলে পৌঁছান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদর স্বপনকুমার পাত্র, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, রাজগঞ্জের বিডিও এন সি শেরপা। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর প্রশাসনের আশ্বাস পেয়ে অবস্থান প্রত্যাহার করে নেওয়া হয়।
জমিদাতারা বলেন, ১৯৮৩ – ১৯৮৪ সালে সরকারি প্রকল্পের জন্য জমি দিয়ে চাকরির দাবি নিয়ে অনেক আন্দোলন করা হয়েছে । কিন্তু চাকরি দেওয়া হয়নি । প্রায় ৬০০ জমিদাতা ভুক্তভোগী ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদর স্বপনকুমার পাত্র বলেন, আন্দোলনকারীদের দীর্ঘক্ষণ বোঝানোর পর অবস্থান তুলে নিতে রাজি হয় । আমরা তাঁদেরকে জানিয়েছি চাকরির বিষয়টি পদ্ধতি মেনে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে । আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফ থেকে যেটুকু জানতে পারব, তা জানিয়ে দেব ।