প্রবীণ নাগরিকদের ভাতা দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ

রাজগঞ্জ, ২০ মার্চ: প্রবীণ নাগরিকদের ভাতা দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য রাজগঞ্জে আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার রাজগঞ্জের বিডিও অফিসের কন্যাশ্রী সভাকক্ষে ওই বৈঠক করা হয়।
বৈঠক শেষে গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের প্রবীণদের জন্য দুইটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে ৬০ বছর উত্তীর্ণ যেসব তপশিলি জাতি ও উপজাতির মানুষ অন্য কোনো পেনশন পান না তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা হিসাবে দেওয়া হবে। রাজগঞ্জ বিধানসভার ৮ টি গ্রাম পঞ্চায়েত এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ৪ টি গ্রাম পঞ্চায়েত সহ রাজগঞ্জ ব্লকের জনসংখ্যার নিরিখে ২৬০০০ উপভোক্তাকে এই ভাতা দেওয়া হবে। এই ভাতা দেওয়ার কাজ দ্রুত গতিতে করার জন্য আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়। এছাড়া তপশিলি জাতি ও উপজাতির সার্টিফিকেট শিবির করে বা অনলাইনের মাধ্যমে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক মলয় হালদার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, রাজগঞ্জের বিডিও এন সি শেরপা প্রমুখ।