প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়

জলপাইগুড়ি, ৩ মার্চ: জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তুলে ধরলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। আজ মঙ্গলবার তার সঙ্গে দেখা করেন সাংসদ। দীর্ঘক্ষণ মুখোমুখি আলোচনা করেন। জেলার বিভিন্ন বিষয় শোনেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর সাথে, জলপাইগুড়ির সাংসদ জয়ন্তবাবু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়” ভাষা, সংস্কৃতি, উন্নয়ন সহ জলপাইগুড়ি, শিলিগুড়ি তৎসহ গোটা উত্তরবঙ্গের বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন।
প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন এবং উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির উন্নয়নে কেন্দ্র কাজ করবে।