প্রথম দিনে মনোনয়নপত্র জমা দেওয়ায় এগিয়ে বিজেপি

এইচ.এন.ডেস্ক, ৯ জুন: আজ উত্তরবঙ্গের অন্যান্য জায়গার মতো রাজগঞ্জ  বিডিও অফিসে মনোনয়নপত্র তোলা এবং জমা দেয় বিভিন্ন রাজনৈতিক দল। তবে প্রথম দিন বিরোধী দল, বিশেষ করে বিজেপি কেই বেশি মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়। রাজগঞ্জ বিডিও অফিসে আজ পঞ্চায়েত প্রার্থী হিসেবে ১১ টি মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপি। তবে বিজেপির দাবি, সঠিক সময়ে মনোনয়নপত্র পেলে আরও বেশি জমা দেওয়া যেত।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৮ ই জুলাই হবে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে এক দফায় ভোট হবে। গতকাল থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। আজ থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। ভোট গণনার সম্ভাব্য তারিখ ১১ জুলাই।
বিজেপি নেতা দেবাশীষ দে বলেন, আজ আমাদের ৫০ টি মনোনয়নপত্র জমা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু মনোনয়নপত্র পেতে দেরি হয়ে যায়। তাই ১১ টি জমা দেওয়ার সম্ভব হয়েছে। আগামীকালও মনোনয়নপত্র জমা দেওয়া হবে। প্রথম দিন যেভাবে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়া গেল, তা যেন আগামী দিনেও বজায় থাকে সেটাই প্রশাসনের কাছে তিনি দাবী রাখেন। একই দাবি তোলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য সরকার ভোট ঘোষণা করেছে অথচ কোনও প্রস্তুতি নেই। সবকিছুই অগোছালো। ভোট নিয়ে ছেলে খেলা চলছে। সর্বদলীয় বৈঠকও করা হয়নি। অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না বলে তার দাবি।
তবে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আটোসাটা। কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।