প্রতিবেশীর ঘরের স্যুটকেস থেকে মিলল শিশুর দেহ

এইচ.এন.ডেস্ক: দুই বছরের শিশু কন্যাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরিবারের তরফে থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানানো হয়। দুইদিন নিখোঁজ থাকার পর প্রতিবেশীর ঘর থেকে সেই শিশুর দেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার সূরজপুর এলাকায়। জানা গিয়েছে, শিশুটির বাবা স্থানীয় একটি কারখানায় কাজ করেন। তিনি কাজে গিয়েছিলেন। শিশুটির মা তাঁদের দুই সন্তানকে বাড়িতে রেখে গিয়েছিলেন বাজারে। বাড়িতে ফিরে এসে দেখেন তাঁর দু’বছরের কন্যা ঘরে নেই। আশপাশে মেয়ের খোঁজ করেন। কিন্তু কোথাও তাকে না পাওয়ায় গত ৭ এপ্রিল থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করা হয়। রবিবার পাশের বাড়ি থেকে দুর্গন্ধ পান ওই দম্পতি। বাড়িটি তালাবন্ধ থাকায় তাঁদের সন্দেহ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দরজা ভেঙে বাড়িতে তল্লাশি চালাতেই একটি স্যুটকেসের মধ্যে থেকে শিশুর দেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত প্রতিবেশী পলাতক।

প্রতিকী ছবি