প্রতিদিন রাজভবনে গিয়ে রাজ্যপালকে পড়াবেন মাস্টারমশাই!

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলায় তেমন সরগরও নয়। রাজ্য সরকারের উদ্যোগে সরস্বতী পুজোয় হয়ে গিয়েছিল রাজ্যপালের বাংলায় লেখার হাতেখড়ি। তাই নিয়ে রাজ্যজুড়ে জল্পনা কম হয়নি। আর এবার রীতিমতো রাজ্যপালের জন্য রাখা হল শিক্ষক।
জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলা শিখতে চান। আর তাই তার জন্য একজন শিক্ষক নিয়োগ করা হয়েছে। নবান্নের তরফে ওই মাস্টারমশাই নিয়োগ করা হয়েছে বলে সূত্রের খবর। ওই রাজ্যপালকে বাংলা শিক্ষা দেবেন। প্রতিদিন এক ঘন্টা করে রাজভবনে থাকবেন এই শিক্ষক। তবে এব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা যাচ্ছে, রাজভবন থেকে এব্যাপারে বিবৃতি দেওয়া হতে পারে।