Home রাজ্য উত্তরবঙ্গ প্রতারণার অভিযোগে রিয়েল এস্টেটের অন্যতম ডিরেক্টরকে গ্রেপ্তার শিলিগুড়ি থেকে

প্রতারণার অভিযোগে রিয়েল এস্টেটের অন্যতম ডিরেক্টরকে গ্রেপ্তার শিলিগুড়ি থেকে

শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারি: রিয়েল এস্টেটের নামে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে ঝাঁপ বন্ধ করে দেয় একটি সংস্থা। পালিয়ে যায় সংস্থার ডিরেক্টর সহ অন্যান্য কর্মীরা। ২০১৩ সালে অভিযোগ জানানো হলেও পরে বিষয়টি যায় সিবিআইয়ের হাতে। সমস্ত চিটফান্ড মামলা সিবিআই তদন্ত করছে। ২০১৭ সালের পরে এই সংস্থার দুইজন ডিরেক্টরকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে ডিরেক্টর সিদ্ধার্থের ভাই সঞ্জয় নাগ ছিলেন। কিন্তু পাওয়া যাচ্ছিল না অন্যতম ডিরেক্টর সিদ্ধার্থকে। অবশেষে গত ২০ ফেব্রুয়ারি দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তখন মামলা শিলিগুড়িতে হয়েছিল। তাই এবার তদন্তের স্বার্থে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় শিলিগুড়িতে। এদিন তাকে শিলিগুড়ি আদালতে তুলে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। শিলিগুড়িতে আর কোথায় কী সম্পত্তি রয়েছে তা জানাতে এবার তাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা।‌