Home রাজ্য উত্তরবঙ্গ প্রচুর ফেনসিডিল সহ এক পাচারকারী গ্রেপ্তার

প্রচুর ফেনসিডিল সহ এক পাচারকারী গ্রেপ্তার

মালদা, ১১ সেপ্টেম্বর: প্রচুর ফেনসিডিল সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত মিলকি ফাঁড়ির পুলিশ। শুক্রবার গভীর রাতে মিল্কি স্ট্যান্ড থেকে মিঠুন শেখ নামে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি মিল্কি এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১,১২০ বোতল ফেনসিডিল।
পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ফেনসিডিল উদ্ধার করে। পিচবোর্ডের বাক্সে ফেনসিডিলগুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশ ওই মাদক কারবারিকে হাতেনাতে ধরে ফেলে। উদ্ধার হওয়া ফেনসিডিলগুলির বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে তদন্তকারী পুলিশ কর্তারা জানিয়েছেন। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হবে মিলকি ফাঁড়ির পুলিশ জানিয়েছে।