রাজগঞ্জ, ২৬ এপ্রিলঃ নদীয়া থেকে সাইকেলে কোচবিহারে ফিরছেন ৯ জন শ্রমিক । গত বৃহস্পতিবার তারা রওনা দিয়েছেন । রবিবার রাজগঞ্জ থানার পুলিশ তাঁদের পথ আটকায় । রাজগঞ্জ দিয়ে যেতে দেওয়া হবে না বলে অন্য রাস্তায় ফিরিয়ে দেয় ।
শ্রমিকরা জানিয়েছেন, প্রায় দুই মাস আগে কোচবিহার থেকে তারা নদীয়া জেলায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন । কিন্তু এক মাস আগে লকডাউনের জন্য কাজ বন্ধ হয়ে যায় । শ্রমিকদের টাকা না দিয়ে ঠিকাদার কাজের স্থান থেকে চলে যায় । ফলে তারা খাদ্য সংকটে পড়ে যায় ।
বুদারু বর্মন নামে এক শ্রমিক বলেন, লকডাউনের জন্য কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক মাস সেখানে তারা অনেক কষ্টে কাটিয়েছেন । খাওয়ারও জুটছিল না । তাই বাড়ি থেকে ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে তারা সাইকেল কিনে বৃহস্পতিবার গভীর রাতে নদীয়া থেকে সাইকেলে রওনা হয় । প্রায় ৫০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে এলেও তাঁদেরকে কেউ আটকায় নি । কিন্তু রাজগঞ্জ থানার পুলিশ পথ আটকায় এবং অন্য রাস্তা দিয়ে যেতে বলে ফেরত পাঠায় । পুলিশ জানিয়েছে, লকডাউনের মুহুর্তে ভিন জেলার শ্রমিকদের রাজগঞ্জে ঢুকতে দেওয়া হবে না বলে ফেরত পাঠানো হয় ।