Home রাজ্য উত্তরবঙ্গ পুলিশ সুপারের সই জাল করে চাকরির প্রতারণা

পুলিশ সুপারের সই জাল করে চাকরির প্রতারণা

রায়গঞ্জ, ৩ এপ্রিল: পুলিশ সুপারের সই জাল করে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের নাম শিবনাথ ঠাকুর (৪০), তার বাড়ি কালিয়াগঞ্জ থানার হাসপাতাল পাড়া এলাকায়। ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।
জানা গিয়েছে, হেমতাবাদের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুটিন গ্রামের হরিয়া বর্মনকে স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে মনসুর মহম্মদ নামে এক ব্যক্তিকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে শিবনাথ ঠাকুরের নাম জানতে পারে পুলিশ। শিবনাথকে একাধিক ভুয়ো নিয়োগপত্র সহ হেমতাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করে। সিভিক ভলান্টিয়ারে চাকরির ভুয়ো নিয়োগপত্রগুলিতে উত্তর দিনাজপুর জেলার এসপি মহম্মদ সানা আক্তারের জাল সই রয়েছে। শিবনাথ ঠাকুরের বিরুদ্ধে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে নিরাপত্তারক্ষীর চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। যদিও অভিযুক্ত শিবনাথ ঠাকুরের বক্তব্য, আমি কাগজপত্র রেডি করে কলকাতায় পাঠাই সেখান থেকে জাল সই হয়ে আমার কাছে আসে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।